সুস্থ সুন্দর পৃথিবী আজ ব্যাধিগ্রস্থ। প্রিয়জন হারানোর হাহাকারে ভারী হয়ে উঠেছে সুনীল আকাশ। বাতাসে লাশের গন্ধ, দুমরে মুচরে দেবার সতর্কতাবার্তা। তবুও জীবন মরনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সব ঝড়-ঝঞ্চা পিছনে ফেলে বিজয়ের হাসিতে উল্লাসিত হওয়াই প্রকৃত পক্ষে জীবনের স্বার্থকতা। এক কািভড -১৯ মহামারী পুরোপৃথবী প্রায় অচল করে দিয়েছে। সামাজিক, অর্থনৈতিক , রাজনৈতিক সব ক্ষেত্রেই ঘটিয়েছে নিদারুণ স্থবিরতা । পুরো পৃথবী অজানা আতংকে আতঙ্কিত । মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে আমাদের মনোবল ।
এমতাবস্থায় আমি এবং আমাদের প্রত্যেকেরই উচিত ইতিবাচক মনোভাব ধরে রাখা। যেমনটি আমি আমার ব্যাক্তিগত জীবনে ধরে রেখেছি । বাংলায় একটা প্রবাদ আছে ‘বাঘ নাই বনে, বাঘ আছে মনে’ । অর্থাৎ বাঘ বনে থাকুক বা না থাকুক সবাই বাঘের ভয়েই কুপোকাত। আমাদের তেমনটি করেল চললে চলবে না। আমরা জানি কোভিড -১৯ মহামারী হিসেবে সারা পৃথবী অসুস্থ করে দিচ্ছে , মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। তারপরও মনোবল হারানো যাবেনা। মনে জোর রেখে কোভিড-১৯ এর বিরুদ্ধে একসাথে লড়তে হবে । যারা কোভিড-১৯ আক্রান্ত তাদেরকে বোঝাই যে , এই রোগিট একটু সতর্কতার সাথে পরিচর্যা করলে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব । আমি তাদের খোঁজ – খবর নেই , তাদের পাশে গিয়ে দাড়াই। সামাজিক দূরত্ব ও পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সম্যক ধারণা দেই। ভিডও কনফারেন্সিং এর মাধ্যমে আমি এবং আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা কোভিড-১৯ এর পজিটিভ দিক নিয়ে আলোচনা করি, ফান্ড গঠন করি এবং দুস্থ অসহায় কোভিড-১৯ পিজিটভ দের সাহায্য করি। যারা কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন তাদেরকে করানো যোদ্ধা হিসেবে সবার সাথে পরিচিত করতে সাহায্য করি। ফলে অপর করোনা আক্রান্ত লোকেরা মনোবল ফিরে পায়, করোনা যুদ্ধে তারা অংশ গ্রহণ করে। অন্যান্য পুষ্টিকর খাবার গ্রহনের জন্য অনুপ্রাণিত করি । স্যানিটাইজেশনসহ যাবতীয় বিষয়ে পরামর্শ দেই । বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা করি, কোভিড -১৯ এর সর্বশেষ অবস্থা সম্পর্কে সবাইকে অবিহত করি। অনলাইনে প্রচূর প্রচারণা চালাই, যাতে করে মানুষ সচেতন হয় এবং নিজেও মানিসক তৃপ্তি লাভ করি। নিজের মধ্যে ভালোলাগা কাজ করে। আমার ইতিবাচক মনোভাব আরো উদ্দীপ্ত হয়।অন্যের জন্য কিছু করার মাধ্যমেই মানিসক শান্তি লাভ করি। পৃথিবীর এই দুর্দিনে আসুন আমরা সবাই একে অপরের পাশে দাড়াই, সাহায্যের হাত বাড়াই, ইতিবাচক মনোভাব বজায় রাখি।
Md. Shourav Hossain
University Category
GB035