Anti Bullying Week 2022

Anti Bullying Week প্রথম উদযাপিত হয় ২০০৪ সালে, ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত। যুক্তরাজ্যভিত্তিক এই আয়োজনটি একটি সপ্তাহব্যাপী কর্মসূচি। Anti Bullying Alliance এই আয়োজনটি করে থাকে। Anti Bullying Week প্রতিবছর একটি নতুন থিম বা বিষয় নিয়ে আয়োজন করা হয়। এই বছরের Anti Bullying Week চলবে ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী এই আয়োজনটির থিম ঠিক করা হয়েছে Reach out যার অর্থ দাড়ায় হাত বাড়িয়ে দেওয়া। এটাকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অর্থেও ব্যাবহার করতে পারি। তাদের জন্য হাত বাড়িয়ে দেওয়া যারা Bullying এর শিকার অথবা এমন পরিস্থিতিতে নির্ভরযোগ্য কারো সাথে কথা বলাও এই থিম এর অন্তর্ভুক্ত। বিস্তারিত জানার আগে একটু জেনে নেওয়া যাক Bullying আসলেই কী…
Bullying এর শব্দগত অর্থ হলো অপমান, লাঞ্ছনা, ক্ষতি বা ভয় দেখানোর চেষ্টা করা। অন্যায়ভাবে দূর্বল কাউকে ভয় দেখানো বা পীড়নের জন্য বলপ্রয়োগ করা, প্রভাব খাটানোর চেষ্টা সবই bullying এর অন্তর্ভুক্ত। নতুন এক ধরণের bullying ও এখন মাত্রারিক্ত ভাবে ছড়িয়ে পড়ছে যা আমরা চিনি Cyber Bullying নামে অর্থাৎ ইন্টারনেট এর দুনিয়ার Bullying. Bullying অনলাইন হোক বা অফলাইন এ সম্পর্কিত সব ধরণের কর্মকান্ডের বিরুদ্ধেই আমাদের সচেতন হতে হবে আর তা প্রতিরোধ ও করতে হবে। মূলত খুব কমন বা সর্বজনীন এই অপকর্মটিকে চ্যালেঞ্জ করতেই Anti Bullying Alliance এই আয়োজনটি করে থাকে। তারা মনে করে আমরা যদি এই কাজগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নেই তবেই এর নিরসন সম্ভব।
বাংলাদেশেও দিন দিন bullying এর সংখ্যা বেড়েই চলছে। নানান জরীপ আর খবরের কাগজে প্রায়ই নানান বয়সীদের হেনস্তার শিকার হওয়ার খবর আমদের চোখে পড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে Cyber bullying ও। বিভিন্ন ধরনের মানসিক ক্ষতির শিকার হচ্ছে ভুক্তভোগীরা, বিশেষকরে আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে এই সংখ্যা বেড়েই চলেছে। ফলাফল আত্মহত্যা সহ হতাশা, উদ্বেগ ও নানা ধরনের মানসিক সমস্যার আগের থেকে বেশী দৃশ্যমান হওয়া। তাই আমাদেরও Anti Bullying Week এর সাথে সামঞ্জস্যতা রেখে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করতে হবে। উল্লেখ্য, বাংলাদেশে ইতিমধ্যেই Bullying প্রতিরোধে কিছু বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সংগঠন গুলো সোচ্চার হয়েছে। আমাদের সকলের এগিয়ে আসার মধ্যেই এবারের Anti Bullying Week ফলপ্রসূ হবে। দৃষ্টিভঙ্গি বদলে চলুন আওয়াজ তুলা যাক আরেকটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে।

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *