HOV COVID-19: Response

করোনা মহামারীর কারণে নিম্ন আয়ের এ সুবিধাবঞ্চিত মানুষগুলো স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে যতটা উদ্বিগ্ন, তার থেকে বেশি উৎকণ্ঠিত ক্ষুধা নিবারণের জন্য।এর মধ্যে আরেক শ্রেণির মানুষ আছেন যারা আজ চাকরি হারিয়ে, ঘর ভাড়া কিংবা দৈনিক খাবার এর পয়সা কিভাবে জোগাড় করবেন হন্যে হয়ে খুঁজে বেরাচ্ছেন। তাদের কিন্তু আবার চাইতেও মানা।

এমন ৫০ টি পরিবারের মুখে সামান্য দৈনিক খাবার কিংবা তাদের প্রয়োজনীয়তা মেটাবার জন্যেই আমারা আপনার নিকট হাত বাড়িয়েছি । আপনার সামান্য সহযোগিতা পারে একটি পরিবার কে নুন্যতম আগামি ১৫ দিন খাদ্য নিশ্চয়তা দিতে। তাই আর দেরি না করে আপনার সুবিধামত পদ্ধতিতে এখনই সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

আপনার সহযোগিতা নিম্নোক্ত যেকোন সুবিধামত মাধ্যমে পাঠাতে পারেন।

১.  বিকাশ (সেন্ড মানি): 01852005626 (ব্যক্তিগত)
নোটঃ টাকা পাঠানোর সময় আপনার রেফারেন্স হিসেবে ” hov ” লিখুন ।

২. রকেট / ডিবিএল: 016739813953 (12 সংখ্যার ব্যক্তিগত নম্বর)
রকেট ব্যবহার করে টাকা পাঠানোর সময় এখানে (০১৬৭৩৯৮১৩৯৫) কল বা টেক্সট করে আপনার অনুদান নিশ্চিত করুন।

৩.পেপ্যাল (বিদেশে বসবাসরত সদস্যদের জন্য):

# PayPal for USA : hov.org.us@gmail.com

# PayPal for Canada & other countries : hovbangladesh@gmail.com

4. Facebook Fundraising: https://www.facebook.com/donate/794474127709392/

প্রোগ্রাম সম্পর্কে যে কোন আপডেট পেতেঃ COVID-19: HOV Donation Programঅথবা

যে কোন জিজ্ঞসায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর-  হাবিব আহমেদ (০১৬৭৩৯৮১৩৯৫) এর সাথে যোগাযোগ করতে পারেন।